বাঙালি কন্যা মৌনি রায়ের ক্যারিয়ার ১৬ বছরের। কিন্তু এত দিন ধরে একই ইমেজে বাঁধা পড়ে ছিলেন তিনি। একটি সিনেমা তাঁর চিরাচরিত ইমেজ বদলে দিয়েছে বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন মৌনি।

বহুল জনপ্রিয় টিভি সিরিয়াল ‘কিউ কি সাস ভি কাভি বহু থি’-এর মাধ্যমে অভিনয়জীবন শুরু করেছিলেন মৌনি। এরপর ‘নাগিন’, ‘সতী’, ‘মহাদেব’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।

এসব ধারাবাহিকে তাঁকে দেখা গিয়েছিল শাড়ি পরা সাদাসিধে ভারতীয় নারী হিসেবে। এমনকি অক্ষয় কুমারের গোল্ড ছবিতেও একই বেশে ধরা দিয়েছিলেন মৌনি। এই বলিউড নায়িকা জানিয়েছেন, অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি তাঁর ক্যারিয়ারের মোড় অনেকটা ঘুরিয়ে দিয়েছে।


');